ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ওসমান গনির মরদেহ ঢাকায়, বিকেলে বনানীতে দাফন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ২৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৫০, ২৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গনির মরদেহ আজ রোববার বেলা ১১টা ৪০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছেছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তার কফিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন এতথ্য নিশ্চিত করছেন। তিনি জানান, বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে ওসমান গনির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য তার কফিন রাখা হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে। তিনি জানান, বিকালে আসরের নামাজের পর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে আরেক দফা জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে ওসমান গনিকে।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ওসমান গণি শনিবার সকালে সিঙ্গাপুরের একটি হাসাপাতালে মারা যান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক অসুস্থ্য হয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেলে গত বছর ৪ সেপ্টেম্বর ওসমান গনিকে প্যানেল মেয়রের দায়িত্ব দেয়া হয়। মেয়র আনিসুল হক মারা যাওয়ার পরও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি