ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

কবি ত্রিদিব দস্তিদারের প্রয়াণবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ২৫ নভেম্বর ২০১৯

কবি ত্রিদিব দস্তিদারের ১৫তম প্রয়াণবার্ষিকী আজ। ২০০৪ সালের আজকের এই দিনে পরলোকগমন করেন তিনি। ‘পোড়াবো তাজমহল’, ‘ভালবাসতে বাসতে ফতুর করে দেব’ কাব্যগ্রন্থের জন্য খ্যাত এই কবি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।

১৯৫২ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রামের পটিয়ায় এক সল্ফ্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ত্রিদিব দস্তিদার। ১৯৬৬ সালে যোগ দেন ছাত্র রাজনীতিতে। রাজনীতি ও সংস্কৃতি দুই ক্ষেত্রেই ছিলেন অসাম্প্রদায়িক চেতনার ধারক। ৩০ বছরের কবিজীবনে প্রকাশিত হয়েছে তার পাঁচটি কাব্যগ্রন্থ। প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি