ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

কমলাপুর রেলস্টেশনে মানুষের ঢল(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ১২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ঈদের আগাম টিকিট বিক্রির পঞ্চম দিনেও কমলাপুর রেলস্টেশনে মানুষের ঢল। টিকিটের জন্য অনেকেই আগের দিন সন্ধ্যা থেকে অপেক্ষা করলেও, কারো কারো অপেক্ষা তারও আগের দিন থেকে। শত ঝক্কি-ঝামেলার পরও টিকিট হাতে পেলে সব ক্লান্তি মুছে যাবে বলে মনে করেন টিকিট প্রত্যাশীরা।

আজ দেয়া হচ্ছে ২১ আগস্টের টিকিট। তবে আগের দিন সন্ধ্যা থেকেই ঘরমুখি মানুষের এই দীর্ঘ লাইন।

অনেকে সময় পার করছেন তাস খেলে, কেউ লুডু আবার কেউবা মেতেছেন গল্প গুজবে।

মহিলাদের টিকিটের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। তবুও প্রতিক্ষা দীর্ঘ। টিকিট নামক কাঙ্খিত সোনার হরিন মিললেই কেবল স্বস্তি।

অনেকেই ২০ তারিখের টিকিট না পেয়ে আবারও লাইনে দাঁড়িয়েছেন ২১ তারিখের টিকিটের জন্য।

রেল স্টেশনে জড়ো হওয়া এসব মানুষের পেশা, দায়িত্ব কিংবা সামাজিক মর্যাদা হতে পারে আলাদা। কিন্তু আপনজনের জন্য হৃদয়ের টান এক। তাইতো ধনি-গরিব ভেদাভেদ ভুলে সকলেই এক সারিতে, নীড়ে ফেরার ছাড়পত্রের অপেক্ষায়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি