ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

কমলাপুরে ভিড়, অনলাইনেও মিলছে না টিকেট (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ৩১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ঈদযাত্রার জন্য রেলের আগাম টিকেট কিনতে কমলাপুর রেল স্টেশনে আজো ছিল উপচে পড়া ভিড়। এদিন ৯ আগস্টের জন্য ২৭ হাজার ৮শো ৮৫টি টিকেট ছাড়া হয়। অন্যদিনের মতো আজো অনেক চেষ্টা করে অনলাইনে টিকেট কিনতে পারেননি অনেকেই। বরাবরের মতোই রেল কর্তৃপক্ষ বলছে, সীমিত সম্পদেই সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা থাকবে তাদের। 
ঈদুল আযহার ছুটিতে আগামী ৯ আগস্ট যারা ঢাকা ছাড়বেন কমলাপুর রেলস্টেশনে টিকেটের জন্য লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা তাদের।
মধ্যরাত থেকেই কাউন্টারের সামনে থেকে এ লাইন দীর্ঘ হতে হতে চলে গেছে সড়কে। অনেকেই গেল তিনদিন চেষ্টা করেও টিকেট কিনতে পারেননি। 
আজ তিনটি স্পেশালসহ মোট ৩৭টি আন্তনগর ট্রেনের জন্য ২৭ হাজার ৮শো ৮৫টি টিকেট বিক্রি হয়েছে রাজধানীর ৫টি বিক্রয়কেন্দ্র থেকে। তবে এরমধ্যে অর্ধেক টিকেট ছাড়া হয়েছে অনলাইনে। শত চেষ্টার পরও সর্ভারে ঢুকতে পারছেন না বলে অভিযোগ টিকেট প্রত্যাশীদের।
তবে সীমিত সম্পদ দিয়ে যাত্রীদের চাহিদা মেটাতে চেষ্টা করছেন বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার।
আগামীতে রেল সেবার পরিধি আরো বিস্তৃত করার আহ্বান যাত্রীদের।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি