ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কম্বলে মিলল ৫৮টি সোনার বার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৫, ২০ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কম্বলের ভেতর সোনার ৫৮টি বার লুকিয়ে রেখে পাচার করছিলেন বাহরাইন ফেরত মো. আলম (৪৫)। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলমকে আটক করে ঢাকা কাস্টম কর্তৃপক্ষ। সোমবার সকাল ১০টার দিকে ঘটনা ঘটে।

পরে তার ব্যাগ স্ক্যান করে ব্যাগের ভেতরে থাকা একটি কম্বল থেকে ৫৮টি সোনার বার উদ্ধার করে কাস্টম হাউসের প্রিভেনটিভ দল। উদ্ধার হওয়া বারগুলোর মোট ওজন ৬ কেজি ৭০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) ও প্রিভেনটিভ দলের প্রধান সাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আলম আজ সোমবার সকাল ৯টায় বাহরাইন থেকে গলফ এয়ারের ফ্লাইটে করে ঢাকায় আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সবকিছু অস্বীকার করেছিল।

পরে তার ব্যাগ স্ক্যান করে কম্বলের ভেতরে দুটি প্যাকেট থেকে ৫৮টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। আলমের গ্রামের বাড়ি কুমিল্লায়। বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান সাইদুল ইসলাম।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি