ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

করোনা উপসর্গে আরও এক পুলিশের মৃত্যু 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৭, ১৪ আগস্ট ২০২০ | আপডেট: ১২:৫৬, ১৪ আগস্ট ২০২০

করোনার উপসর্গ নিয়ে নাটোরের বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সুমন আলী মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) তারেক জুবায়ের বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পুলিশ সদস্য সুমন আলীর মৃত্যুর খবর নিশ্চিত করলেও তিনি করোনা উপসর্গে মারা গেছেন বলে জানান। 

তিনি বলেন, 'চিকিৎসাধীন অবস্থায় দুবার নেয়া নমুনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে এবং করোনা উপসর্গে তার মৃত্যু হয়। রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে প্রাপ্ত ছাড়পত্রে তা-ই উল্লেখ রয়েছে।'

তবে মৃত্যুর পর নেওয়া নমুনার রেজাল্ট আসার পর করোনায় আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত হওয়া যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

করোনা উপসর্গ নিয়ে গত ২ আগস্ট রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয় সুমন আলীকে। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। 

এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি