ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

করোনায় দেশে ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ১৬ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৫৬ জনে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৬৩২ জন আক্রান্ত হয়েছে।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত মোট চার লাখ ৯৫ হাজার ৮৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে দুই হাজার ৬২২ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ২৯ হাজার ৩৫১ জন করোনা থেকে সুস্থ হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবে ১৭ হাজার ২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৩২টি। এ পর্যন্ত দেশে মোট ৩০ লাখ ২২ হাজার ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ৪০ জন মৃতের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী চারজন। মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৮ জন রয়েছেন। দেশে এ পর্যন্ত করোনায় পুরুষ মারা গেছে পাঁচ হাজার ৪৬২ জন এবং নারী এক হাজার ৬৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের একজন ও রংপুর বিভাগের দুজন। তাঁদের সবাই হাসপাতালে মারা গেছেন।

উল্লেখ্য, দেশে নভেল করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি