ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

করোনায় মারা গেলেন সাবেক এমপি এটিএম আলমগীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০১, ৪ আগস্ট ২০২০

কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জাতীয় পার্টির নেতা মুক্তিযোদ্ধা এ টি এম আলমগীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার রাত ৯টায় ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সাবেক এই সংসদ সদস্যের ছোট ভাই মনোহরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন বুলু। 

তিনি জানান, আজ মঙ্গলবার সকাল ১০টায় মনোহরগঞ্জের ঝলমে নিজ বাড়িতে ঢাকার আল রশিদ ফাউন্ডেশন এ টি এম আলমগীরের দাফন প্রক্রিয়া সম্পন্ন করবে।

বুলু আরও জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন ৯১-৯৬ সাল পর্যন্ত কুমিল্লা-১০ আসনের এমপি এ টি এম আলমগীর। অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি