ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

কর্মসূচি নির্ধারণে ঐক্যফ্রন্টের বৈঠক আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ৮ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:০১, ৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি নির্ধারণে বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। আজ মঙ্গলবার বিকেল ৪টায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসভবনে এ বৈঠক হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

তিনি গণমাধ্যমকে জানান, এ বৈঠকে কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। আলোচনা করে কর্মসূচি নির্ধারণ করা হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আপাতত শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচির পরিকল্পনা করছে ঐক্যফ্রন্ট। গত রোববারও এক বৈঠকে কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারা। এ বৈঠকে ৩০০ প্রার্থীকে নিয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের মতো কর্মসূচি পালনের প্রস্তাব এসেছিল। তবে শেষ পর্যন্ত  চূড়ান্ত কিছু নির্ধারণ করা হয়নি।
নতুন কর্মসূচির পরিকল্পনা করা ছাড়াও কারাগারে আটক নেতাকর্মীদের জামিন পাওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য প্রত্যেক জেলায় আইনি সহায়তা কেন্দ্র, নির্বাচনকালীন সময় সহিংসতার শিকার নেতাকর্মী-জনগণের পাশে দাঁড়ানো এবং নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির চিত্র আন্তর্জাতিক মহলে তুলে ধরার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নেতারা।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি