ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

কর্মস্থলে ফেরা আরও স্বস্তির হবে: ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ২২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। ঈদের পর কর্মস্থলে ফেরা আরও স্বস্তিদায়ক হবে। আজ বুধবার সকালে তার নির্বাচনি এলাকা কবিরহাট উপজেলার ওটারহাট ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, গত ২০১৪ সালে নির্বাচনের আগে বিএনপির আবারও সন্ত্রাস সহিংসতার আশ্রয় নিলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

এসময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীলের নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি