ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

‘কর্মীদের ভারে ভেঙে পড়ল মেয়রের মঞ্চ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের এক মত বিনিময় সভার মঞ্চ নেতাকর্মীদের ভারে ভেঙে পড়েছেবৃহস্পতিবার দুপুরে রাজধানীর পরিবাগ মসজিদ সংলগ্ন নালীর পাড়ে এলাকাবাসী গন্যমান্য ব্যক্তিদের সাথে মেয়রের মতবিনিময় সভা চলাকালে দুর্ঘটনা ঘটেতবে ঘটনায় কেউ আহত  হননি

অনুষ্ঠানটি শুরু হয় বেলা ১১টার দিকে। অনুষ্ঠানের একপর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মেয়রের সঙ্গে মঞ্চে উঠে পড়েন।

দুপুর সাড়ে ১২টার দিকে মেয়র স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনে তাদের জবাব দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ হুড়মুড় করে অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে।

পরে মেয়র সাঈদ খোকন দাঁড়িয়ে স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয়নি। আপনাদের মেয়র ঠিক আছে। এটি একটি দুর্ঘটনা ছিল। মতবিনিময় শেষে দুপুর ১টার দিকে সেখান থেকে চলে যান মেয়র।

 

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি