ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

কলাবাগানের নারী চিকিৎসককে হত্যার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৮, ৩১ মে ২০২১

Ekushey Television Ltd.

রাজধানীর কলাবাগানে উদ্ধার হওয়া ডাক্তার কাজী সাবিরা রহমান লিপিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মামা।

মামা হারুন অর রশীদ মৃধা গণমাধ্যমকে বলেন, ‘লিপির রুমে আগুনের চিত্র থাকলেও এটি সাজানো ঘটনা। যাতে মানুষ মনে করে যে, আগুনে মারা গেছে। কিন্তু এটা সত্য নয়। লিপির ঘাড়ে ও পেছনে কোপের দাগ। এটি পরিকল্পিত হত্যা।’

আজ সোমবার দুপুরে কলাবাগানের ৫০/১ ফার্স্ট লেন ভবনের শোবার ঘরে ডা. লিপির মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কথা শুনে সেখানে ছুটে যান মামা হারুন অর রশীদ। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন।  

এ বিষয়ে রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেনশাহ বলেন, ‘এখানে ভবনের তিন তলায় আগুনের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডকে ভিন্নখাতে নিতেই এই কাজ করা হয়েছে বলে মনে হচ্ছে।  

তিনি বলেন, ‘নিহত ডা. সাবিরা রহমানের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সে কারণে আমরা প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলছি। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত নারী চিকিৎসক গ্রিন লাইফ হাসপাতালে কর্মরত ছিলেন।’

শাহেনশাহ আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি ডা. সাবিরার কিছুদিন আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে। সবকিছু আমরা খতিয়ে দেখছি। তার ফ্ল্যাটে সাবলেট থাকতেন আরও দুই নারী। তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে ঘটনার প্রকৃত কারণ।’

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি