ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

কাজী নজরুলের সাহিত্যকর্ম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ২৭ আগস্ট ২০২০

আজ ১২ ভাদ্র, দ্রোহ ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম প্রয়াণবার্ষিকী। ১৯৭৬ খ্রিস্টাব্দের (১৩৮৩ বঙ্গাব্দ) এই দিনে চির অভিমানী বিদ্রোহী কবির মহাকাব্যিক জীবনের অবসান ঘটে। দীর্ঘদিন চেতনাহীন নির্বাক থাকার পর ৭৭ বছর বয়সে ঢাকায় থেমে যায় বাংলাদেশের জাতীয় কবির প্রাণের স্পন্দন। তবে প্রাণের স্পন্দন থেমে গেলেও সৃষ্টির আলোয় আজো অমর হয়ে তিনি। ক্ষুরধার লেখনির আঁচড়ে স্থান করে নিয়েছেন বাংলা সাহিত্য। 

গল্প, কবিতা, উপন্যাস কিংবা সঙ্গীত-সাহিত্য ও শিল্পের সব শাখায় তাঁর আগমন ছিল ধূমকেতুর মতো। আপন সৃষ্টির আলোয় নতুন দিনের আগমনী বার্তা দিয়ে এঁকে দিয়েছিলেন নবদিগন্তের উজ্জ্বল রেখা। শিল্প-সাহিত্যের নানা শাখায় আজো তিনি ‘উন্নত মম শীর’। নিপীড়িতের শোষণ-বঞ্চনা থেকে মুক্তি কিংবা প্রেম ও মানবতার বাণীতে আজো তিনি সমুজ্জ্বল। প্রেম, দ্রোহ ও মানবতার কবির প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

কবি কাজী নজরুলের সাহিত্যকর্ম ও অন্যান্য তথ্য

জন্মঃ ২৫ মে, ১৮৯৯

বাংলাঃ ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬

স্থানঃ চুরুলিয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ রাজ (বর্তমানে পশ্চিমবঙ্গ)

মৃত্যুঃ ২৯ আগস্ট, ১৯৭৬

বাংলাঃ ১২ই ভাদ্র ১৩৮৩

স্থানঃ ঢাকা, বাংলাদেশ

পিতাঃ কাজী ফকির আহমদ।

মাতাঃ জাহেদা খাতুন

স্ত্রীঃ

১) নার্গিস আসার খানম (সৈয়দা খাতুন):  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী। কবি তার ছায়ানট, পূবের হাওয়া, চক্রবাক কাব্য গ্রন্থের অনেক কবিতা নার্গিসকে কেন্দ্র করে রচনা করেন। ছায়ানটের মোট ৫০ টি কবিতার মধ্যে বেদনা অভিমান, অবেলায়, হার মানা হার, অনাদৃতা, হারামনি, মানস বধু, বিদায় বেলায়, পাপড়ি খেলা ও বিধূর পথিকসহ মোট নয়টি কবিতা নার্গিসকে কেন্দ্র করে লেখেন।

২) প্রমিলা দেবীঃ কাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।

৩) বেগম ফজিলাতুন্নেসাঃ কাজী নজরুল ইসলামের তৃতীয় স্ত্রী।

তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে।

মধ্যবয়সে তিনি পিক্স ডিজিসে আক্রান্ত হন।

স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৪ মে ভারত সরকারের অনুমতিক্রমে সপরিবারে বিদ্রোহী কবিকে বাংলাদেশে নিয়ে আসেন। এসময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। বাংলাদেশ সরকার ১৯৭২ সালে তাকে `জাতীয় কবি` হিসেবে ঘোষণা করে। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  তাকে D.Litt.  ডিগ্রি প্রদান করা হয়। ১৯৭৬ সালে তাকে  `একুশে পদক` প্রদান করা হয়।

নজরুল রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা (কবির প্রথম কাব্যগ্রন্থ), সঞ্চিতা, মরুভাস্কর, চিত্তনামা, ছায়ানট, বিষের বাশী, সন্ধ্যা, দোলন চাপা, জিন্জির, চক্রবাক, প্রলয়শিখা, ফণিমনসা, সর্বহারা, সিন্ধু হিন্দোল, ভাঙ্গার গান, ঝিঙে ফুল, সাম্যবাদী।

লেখকের উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হচ্ছে ব্যথার দান (প্রথম প্রকাশিত গ্রন্থ), রিক্তের বেদন, শিউলিমালা।

তার রচিত উপন্যাস হচ্ছে বাধনহারা (প্রথম উপন্যাস), মৃত্যুক্ষুধা, কুহেলিকা।

তার রচিত নাট্যগ্রন্থ হচ্ছে ঝিলিমিলি (প্রথম নাট্যগ্রন্থ), পুতুলের বিয়ে, আলেয়া, মধুমালা।

লেখকের উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ হচ্ছে যুগবাণী (প্রথম প্রবন্ধগ্রন্থ), রাজবন্দীর জবানবন্দী, দুর্দিনের যাত্রী। কবির প্রথম কবিতা মুক্তি ।

এক নজরে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মঃ

কবিতা

অগ্নিবীণা (কবিতা) ১৯২২

সঞ্চিতা (কবিতা সংকলন) ১৯২৫

ফনীমনসা (কবিতা) ১৯২৭

চক্রবাক (কবিতা) ১৯২৯

সাতভাই চম্পা (কবিতা) ১৯৩৩

নির্ঝর (কবিতা) ১৯৩৯

নতুন চাঁদ (কবিতা) ১৯৩৯

মরুভাস্কর (কবিতা) ১৯৫১

সঞ্চয়ন (কবিতা সংকলন) ১৯৫৫

নজরুল ইসলাম: ইসলামী কবিতা (কবিতা সংকলন) ১৯৮২

কবিতা ও সংগীত

দোলন-চাঁপা (কবিতা এবং গান) ১৯২৩

বিষের বাঁশি (কবিতা এবং গান) ১৯২৪

ভাঙ্গার গান (কবিতা এবং গান) ১৯২৪

ছায়ানট (কবিতা এবং গান) ১৯২৫

চিত্তনামা (কবিতা এবং গান) ১৯২৫

সাম্যবাদী (কবিতা এবং গান) ১৯২৫

পুবের হাওয়া (কবিতা এবং গান) ১৯২৬

সর্বহারা (কবিতা এবং গান) ১৯২৬

সিন্ধু হিন্দোল (কবিতা এবং গান) ১৯২৭

জিঞ্জীর (কবিতা এবং গান) ১৯২৮

প্রলয় শিখা (কবিতা এবং গান) ১৯৩০

শেষ সওগাত (কবিতা এবং গান) ১৯৫৮

সংগীত

বুলবুল (গান) ১৯২৮

সন্ধ্যা (গান) ১৯২৯

চোখের চাতক (গান) ১৯২৯

নজরুল গীতিকা (গান সংগ্রহ) ১৯৩০

নজরুল স্বরলিপি (স্বরলিপি) ১৯৩১

চন্দ্রবিন্দু (গান) ১৯৩১

সুরসাকী (গান) ১৯৩২

বনগীতি (গান) ১৯৩১

জুলফিকার (গান) ১৯৩১

গুল বাগিচা (গান) ১৯৩৩

গীতি শতদল (গান) ১৯৩৪

সুর মুকুর (স্বরলিপি) ১৯৩৪

গানের মালা (গান) ১৯৩৪

স্বরলিপি (স্বরলিপি) ১৯৪৯

বুলবুল দ্বিতীয় ভাগ (গান) ১৯৫২

রাঙ্গা জবা (শ্যামা সংগীত) ১৯৬৬

ছোট গল্প

ব্যাথার দান (ছোট গল্প) ১৯২২

রিক্তের বেদন (ছোট গল্প) ১৯২৫

শিউলি মালা (গল্প) ১৯৩১

উপন্যাস

বাঁধন হারা (উপন্যাস) ১৯২৭

মৃত্যুক্ষুধা (উপন্যাস) ১৯৩০

কুহেলিকা (উপন্যাস) ১৯৩১

নাটক

ঝিলিমিলি (নাটক) ১৯৩০

আলেয়া (গীতিনাট্য) ১৯৩১

পুতুলের বিয়ে (কিশোর নাটক) ১৯৩৩

মধুমালা (গীতিনাট্য) ১৯৬০

ঝড় (কিশোর কাব্য-নাটক) ১৯৬০

পিলে পটকা পুতুলের বিয়ে (কিশোর কাব্য-নাটক) ১৯৬৪

প্রবন্ধ এবং নিবন্ধ

যুগবানী (প্রবন্ধ) ১৯২৬

ঝিঙ্গে ফুল (প্রবন্ধ) ১৯২৬

দুর্দিনের যাত্রী (প্রবন্ধ) ১৯২৬

রুদ্র মঙ্গল (প্রবন্ধ) ১৯২৭

ধুমকেতু (প্রবন্ধ) ১৯৬১

অনুবাদ এবং বিবিধ[সম্পাদনা]

রাজবন্দীর জবানবন্দী (গান) ১৯২৩

দিওয়ানে হাফিজ (অনুবাদ) ১৯৩০

কাব্যে আমপারা (অনুবাদ) ১৯৩৩

মক্তব সাহিত্য (মক্তবের পাঠ্যবই) ১৯৩৫

রুবাইয়াতে ওমর খৈয়াম (অনুবাদ) ১৯৫৮

নজরুল রচনাবলী (ভলিউম ১-৪,বাংলা একাডেমী)১৯৯৩

সঙ্গীত গ্রন্থাবলী

বুলবুল (১ম খন্ড-১৯২৮, ২য় খন্ড-১৯৫২)

চোখের চাতক (১৯২৯)

চন্দ্রবিন্দু (১৯৪৬)

নজরুল গীতিকা (১৯৩০)

নজরুল স্বরলিপি (১৯৩১)

সুরসাকী (১৯৩১)

জুলফিকার (১৯৩২)

বনগীতি (১৯৩২)

গুলবাগিচা (১৯৩৩)

গীতিশতদল (১৯৩৪)

সুরলিপি (১৯৩৪)

সুর-মুকুর (১৯৩৪)

গানের মালা (১৯৩৪)।

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি