ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

কাদের সাহেব খাপছাড়া কথা বলছেন : রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ১ অক্টোবর ২০১৮

বিএনপির সমাবেশে বিপুল মানুষের উপস্থিতি দেখে হতাশ হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খাপছাড়া কথা বলছেন- বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘পথে পথে সরকারি আক্রমণের বাধার মুখেও বিএনপির সমাবেশে এত বিপুল মানুষের উপস্থিতি দেখে তারা হতাশ হয়ে মনের বিকারে প্রলাপ বকছেন। একতরফাভাবে নির্বাচনী বৈতরণি পার হতে আওয়ামী নেতারা কত তামাশা দেখাচ্ছেন, আর কত যে উদ্ভট কথা বলছেন, তার শেষ নেই। দল হিসেবে আওয়ামী লীগের এখন হতভাগ্য দেউলিয়াগ্রস্ত রাজনীতি। সে জন্যই খাপছাড়া কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।’

তিনি আরও বলেন, ‘জনসভায় বিপুল সমাগম দেখে সরকারের কাঁপুনি ধরে গেছে, সে জন্যই বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক হারে গ্রেপ্তারকে সরকার রক্ষাকবচ মনে করছে। গতকাল জনসভা শেষে আমরা দেখলাম বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঔদ্ধত্য আক্রমণে গ্রেপ্তার করার মহড়া।’

উল্লেখ্য, গতকাল বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে বিএনপি। জনসভায় ৭ দফা ও ১২টি লক্ষ্য উত্থাপন করে দলটি। এর পরপরই ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সভার বিষয়ে প্রতিক্রিয়া জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সেখানে বলেন, ‘বিএনপির এই সমাবেশের উপস্থিতি হতাশাজনক। এই উপস্থিতি দেখে মনে হয়েছে, জনগণ বিএনপির সঙ্গে নেই। এই দলটি ক্রমেই সংকুচিত হচ্ছে।’

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি