ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

কানাডার কেন্দ্রীয় নির্বাচনে লড়ছেন বাংলাদেশি আফরোজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ১৪ অক্টোবর ২০১৯

চলতি মাসের ২১ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডিয়ান জাতীয় নির্বাচন। এ নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত আফরোজা হোসেন। ক্ষমতাসীন লিবারেল পার্টি থেকে আশোয়া আসনে এ প্রথম কোন বাংলাদেশি মনোনয়ন পেলেন। 

বর্তমানে এই আসনটি কঞ্জারভেটিভ পার্টির দখলে। সেই আসনটি দখল মুক্ত করতে আফরোজা লড়ছেন সাংসদ কলিন কেরির সঙ্গে। টরন্টো থেকে ৬০ কিলোমিটার দূরের শহর অশোয়ায় তিনি এখন নির্বাচনী প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত।

ব্যস্ততার এক ফাঁকে আফরোজা বলেন, ‘কানাডা অভিবাসীদের দেশ, আমরাও অভিবাসী আর আমার দলও অভিবাসী বান্ধব। সে জন্যেই আমি লিবারেল পার্টির সঙ্গে যুক্ত হয়েছি। বিগত চার বছরে জাস্টিনের সুশাসনই লিবারেল পার্টিকে আবারো বিজয়ী করে দিবে বলে বিশ্বাস করি। কারণ, কানাডিয়ানরা জাস্টিন সরকারের সুফল পেয়েছে।’

প্রসঙ্গত, আফরোজা স্বামী মোয়াজ্জেন হোসেনসহ ৩০ বছর আগে কানাডা এসে নিজের প্রচেষ্টায় পড়াশোনা এবং পরিশ্রম করে প্রতিষ্ঠিত পেশাদার একাউন্ট্যান্ট হয়েছেন। সেই সঙ্গে কানাডার মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি