ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

কাবিননামায় কুমারী নয় লিখতে হবে অবিবাহিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ২৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

কাবিননামার সরকারি ফরমে পাঁচ নম্বর কলামে থাকা ‘কুমারী’ শব্দটি বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  রায়ে ‘কুমারী’ শব্দের জায়গায় লিখতে বলা হয়েছে ‘অবিবাহিত’ শব্দ।

একইসঙ্গে কাবিননামার ফরমে ৪ এর ক উপধারা সংযোজন করে ছেলেদের ক্ষেত্রে বিবাহিত, অবিবাহিত, তালাকপ্রাপ্ত কি না তা অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে জারি করা রুল নিস্পত্তি করে রোববার (২৫ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জেড আই খান পান্না ও আইনুন্নাহার সিদ্দিকা, সম্পূরক আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

বিয়ের কাবিননামার ফরমে কনে কুমারী, বিধবা ও তালাকপ্রাপ্ত সংক্রান্ত পাঁচনম্বর কলামের বৈধতা নিয়ে রিট করা হয়।

ওই রিটের শুনানি নিয়ে ২০১৪ সালে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

পরে আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা সাংবাদিকদের বলেন, ‘একটা মেয়ে কুমারী কী কুমারী নয়, এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কাবিননামা একটি পাবলিক ডকুমেন্ট। এখানে ব্যক্তিগত এ বিষয়টি থাকতে পারে না। আবার এ বিষয়টি একটা মেয়ের বেলায় আছে কিন্তু ছেলের বেলায় সে বিবাহিত, তালাকপ্রাপ্ত কিনা সেটি উল্লেখ নেই। এখানেই বৈষম্য করা হয়েছে। এ কারণেই আমরা রিট দায়ের করেছি। আদালত শুনানি শেষে আজ এ রায় দেন।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি