ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

কামরাঙ্গীরচরে গুলিতে অজ্ঞাত যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ১০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৬:৫১, ১০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীতে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩৫) গুলিতে নিহত হয়েছেন। গতকাল রোববার  রাত ১০টার দিকে ঢাকার কামরাঙ্গীরচরে ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে।

গুলিতে নিহতের নাম-ঠিকানা এখনো জানা যায়নি। বর্তমানে নিহতের মৃত দেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। নিহতের পরনে রয়েছে একটি লাল রঙের টি-শার্ট ও ট্রাউজার।

এর আগে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এসময় দায়িত্বরত চিকিৎসক রাত সোয়া ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া দেখা গেছে। তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

গুলিবিদ্ধ অবস্থায় কামরাঙ্গীরচর থেকে যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে যান সুজন নামের এক ব্যক্তি। সুজন নামের ওই ব্যক্তি জানান, পুলিশের সহযোগিতায় দ্রুত যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিস্তারিত তিনি আর কিছুই জানতে পারেননি।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি