কারাগারে সাংবাদিক শওকত মাহমুদ, রিমান্ড শুনানি ১১ ডিসেম্বর
প্রকাশিত : ১৭:৪৪, ৮ ডিসেম্বর ২০২৫
সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। একইদিন তার ১০ দিনের রিমান্ড শুনানির জন্য আগামী ১১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়।
এর আগে গতকাল রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রমনা মডেল থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এদিকে সোমবার দুপুর ২টা ৩৫ মিনিটে ডিবির একটি মাইক্রোবাসে করে তাকে আদালতে আনা হয় এবং সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী জানান, মামলার মূল নথি না থাকায় রিমান্ড শুনানি সেদিন অনুষ্ঠিত হয়নি। এজন্য আগামী বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক এনায়েত করিম চৌধুরী ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রে যান এবং ২০০৪ সালে আমেরিকান পাসপোর্ট পান। অভিযোগে বলা হয়, তিনি অন্য দেশের গোয়েন্দা সংস্থার ‘এজেন্ট’ হিসেবে বাংলাদেশের বৈধ অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের উদ্দেশ্যে ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকায় আসেন।
এতে আরও উল্লেখ করা হয়, গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মিন্টো রোড এলাকায় প্রাডো গাড়িতে ‘সন্দেহজনকভাবে’ ঘোরাঘুরির সময় পুলিশ তাকে থামায়। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে হেফাজতে নেওয়া হয় এবং তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়। পরে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
এই মামলায় জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মো. মামুনূর রশীদসহ আরও কয়েকজনও পরে গ্রেপ্তার হন।
এমআর//
আরও পড়ুন










