ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

কাল এরশাদের সুস্থতা কামনায় দোয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ২১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৭:৫৪, ২১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ-মাহফিলের আয়োজন করেছে জাতীয় পার্টি। মঙ্গলবার বিকেল ৪টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা। জাতীয় যুব সংহতির উদ্যোগে আয়োজিত হচ্ছে এই দোয়া মাহফিল।

সোমবার জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, মঙ্গলবার বিকেলে এরশাদের শারীরিক অবস্থার উন্নতি ও আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার উন্নত চিকিৎসার জন্য এরশাদ সিঙ্গাপুর গেছেন। ওইদিন দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে (এসকিউফোরফোরনাইন) তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি