ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাল রাজধানীতে বন্ধ থাকবে রাইড শেয়ারিং সেবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৭, ৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৩০, ৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আগামীকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকায় বন্ধ থাকছে সকল ধরনের রাইড শেয়ারিং সেবা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার নির্ধারিত দিন আগামীকাল। এর প্রধান আসামি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আর সে কারণে রাজধানী জুড়ে বিশৃংখলার আশংকা থাকায় বন্ধ রাখা হচ্ছে এ সেবা।

রাজধানীতে বর্তমানে ব্যাপক জনপ্রিয় মুঠোফোনের অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং সেবা। নির্দিষ্ট ভাড়া, স্বস্তি ও দ্রুততার সাথে কোন রকম হয়রানি ছাড়াই যাতায়াত করা যায় বলে দিন দিন এর ব্যবহারকারীর সংখ্যা ও চাহিদা বাড়ছে। কিন্তু আগামী কালের রায়কে কেন্দ্র করে দেশজুড়ে সৃষ্টি হওয়া উৎকণ্ঠার কারণে বন্ধ রাখা হয়েছে এ সেবাগুলো।

বুধবার রাতে পাঠাও, মুভসহ বিভিন্ন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় বলা হয় যে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে তাদের সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। সেবা চালু হওয়ার বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলেও জানা যায় ঐ ক্ষুদে বার্তা থেকে। তবে রাইড শেয়ারিং সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে থাকা উবারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয় নি।

রাজধানীতে রাইড শেয়ারিং সেবা দেওয়া প্রতিষ্ঠান ইজিয়ারের পরিচালক কামরুল হাসান ইমন ইটিভি অনলাইনকে বলেন, “সাময়িক কিছু অসুবিধার জন্য আমাদের (ইজিয়ার) সেবা আগামীকাল সকাল ৬টা থেকে বন্ধ থাকবে। ঠিক কখন পুনরায় এ সেবা চালু হবে তা নির্দিষ্ট করে বলতে পারছি না। ধারণা করা হচ্ছে সন্ধ্যার কিছু পরেই হয়তো আমরা আবার আমাদের কার্যক্রম শুরু করতে পারব”।

এদিকে রাইড শেয়ারিং সেবা দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান সূত্রে জানা যায় যে, কোন ধরণের নাশকতা হলে তা থেকে যেন চালক বা যাত্রীর কারও ধরণের ক্ষতি হওয়ার আশংকা না থাকে সে কারণেই বন্ধ রাখা হয়েছে এ সেবাগুলো। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোন মন্তব্য করতে রাজি হয়নি কোন প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোন ব্যক্তি।

 টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি