ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জে শ্রদ্ধা-স্মরণে সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ৩ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

জন্মভূমি কিশোরগঞ্জে শ্রদ্ধায় স্মরণে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্তরে স্থাপিত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পৌর মেয়র, জেলা আওয়ামী লীগ, জেলা কৃষক লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, পৌর মেয়র মো. পারভেজ মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজনসহ আরও অনেকে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি