ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

কীভাবে বুঝবেন হোয়াটসঅ্যাপে ব্লক হয়েছেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪০, ৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২২:৫৪, ৩ সেপ্টেম্বর ২০১৮

নিজের প্রয়োজনে বা অন্য কোনো কারণে যে কেউ হোয়াটসঅ্যাপে ব্লক অপশনটি ব্যবহার করতে পারেন।প্রয়োজনীয় অথবা অপছন্দের মানুষদের সঙ্গে সম্পর্ক বন্ধ করার এটি একমাত্র উপায়।

কিন্তু, হোয়াটসঅ্যাপে ব্লক হয়েছেন বুঝবেন কীভাবে? রইল বেশ কিছু সহজ কৌশল৷ যেগুলিকে কাজে লাগিয়ে বোঝা সম্ভব হবে আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করা হয়েছে কিনা৷  

১) কনট্যাক্ট নম্বরটির ‘লাস্ট সিন’ অথবা ‘অনলাইন’ এই দুটি বিষয়কে চেক করুন৷ যদিও, এটিই শেষ অপশন নয়৷ অনেক সময়ই ইউজার বদলে ফেলেন হোয়াটসঅ্যাপ সেটিংস৷ তবে, ‘লাস্ট সিন’ অথবা ‘অনলাইন’ না দেখালে আপনার জন্য সেটি হতে পারে একটি ইঙ্গিত৷ 

২) কনট্যাক্টটির ফটো আপডেটকে নজরে রাখুন৷ যদি, আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করা হয়ে থাকে তাহলে ইউজারটির প্রোফাইল ফটো আর কোনদিনই চেঞ্জ হবে না৷ আপনি দেখতে পাবেন ব্লক কনট্যাক্টটির সঙ্গে শেষবার কথা বলার সময় আপডেট করা ছবিটি৷ ছবিতে পরির্বতন না দেখলে হতে পারে আপনি ব্লক হয়েছেন৷

৩) ম্যাসেজ, এটিও হতে পারে একটি ভাল উপায়৷ সরাসরি ম্যাসেজ করতে পারেন ওই নম্বরে৷ ওয়ান চেক মার্ক দেখালে বুঝবেন ম্যাসেজটি তখনও পুরোপুরিভাবে পৌঁছয়নি৷ সুতরাং, হতে পারে আপনাকে ব্লক করা হয়েছে৷

৪) ব্লকের বিষয়টি স্পষ্ট করতে গ্রুপ খুলতে পারেন হোয়াটসঅ্যাপে৷ হোয়াটসঅ্যাপ গ্রুপে নম্বরটিতে অবশ্যই অ্যাড করুন৷ আর, অ্যাড করার সময়ই দেখতে পাবেন একটি নোটিফিকেশন (আপনি কোনভাবেই কনট্যাক্টটিকে অ্যাড করতে পারবেন না)৷ নোটিফিকেশনটিই স্পষ্ট করবে আপনার ব্লকের বিষয়টিকে৷ সূত্র: কলকাতা ২৪  

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি