ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

কূটনীতিকদের সঙ্গে আজ ঐক্যফ্রন্টের বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ৬ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরতে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। রাজধানীর গুলশানে হোটেল ‘আমারি’তে আজ রোববার এ বৈঠক হবে।

বিএনপির কূটনৈতিক উইংয়ের এক সদস্য এ তথ্য জানিয়েছেন।
বিএনপির এক নেতা জানান, সারাদেশে ভোটের অনিয়মের তথ্য-প্রমাণ সংগ্রহ করতে এর আগে দলের পক্ষ থেকে তাদের নির্দেশনা দেওয়া হয়। এগুলো শীর্ষ নেতারা কূটনীতিকদের অবহিত করবেন। এর মধ্যে প্রশাসনের সহায়তায় ভোট জালিয়াতি, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের জাল ভোট দেওয়া, বিরোধী দলের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়াসহ ভোটের পর সারাদেশে সহিংসতার সচিত্র প্রতিবেদন তুলে ধরবেন তারা।

এদিকে, বিএনপিকে রেখেই সংসদে যাচ্ছে গণফোরাম। এমনটিই ইঙ্গিত দিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট সাত আসনে জয় পায়। ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম দুই আসনে জয় পায়। এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে সুলতান মনসুর এবং গণফোরামের নিজস্ব প্রতীক উদীয়মান সূর্য নিয়ে মোকাব্বির খান নির্বাচিত হন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ পাঁচজন নির্বাচিত হন। বিএনপির এ পাঁচজনকে রেখেই গণফোরামের দুই সদস্য এমপি হিসেবে শপথ নিচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন ড. কামাল।
শনিবার (৫ জানুয়ারি) রাজধানীর শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে গণফোরামের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি