ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কৃষকের ধান কেটে দিতে ছাত্রলীগের বিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৪:৫২, ২২ মে ২০১৯

কৃষকের খেতের ধান কেটে দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কৃষকের ধান কেটে দেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, দেশজুড়ে ধান কাটা শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেশি হওয়ায় এবং মজুরস্বল্পতার কারণে বেশ কিছু অঞ্চলে কৃষকেরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন।

এমতাবস্থায় বাংলার দুঃখী অসহায় মানুষের শেষ ঠিকানা কৃষিবান্ধব নেত্রী, দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর। বাংলাদেশ ছাত্রলীগের সব ইউনিটকে (বিশ্ববিদ্যালয়/মহানগর/জেলা/উপজেলা/থানা/পৌর/ইউনিয়ন/ওয়ার্ড) নিজ নিজ এলাকায় কৃষকদের প্রয়োজনীয়তার নিরিখে স্বেচ্ছাসেবক হিসেবে পাশে থেকে ধান কাটাসহ সর্বাত্মক সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানানো হলো।

প্রসঙ্গত, দাম কম হওয়ার কারণে এবার দেশের অনেক জায়গার কৃষক ধান কাটছেন না। দু–এক জায়গায় কৃষক ন্যায্য দামের দাবিতে ধানখেতে আগুনও ধরিয়ে দিয়েছেন। এ অবস্থা থেকে গরিব কৃষককে মুক্তি দিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধানও কেটে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার ধান কাটতে নেতাকর্মীদের আহ্বান জানাল ছাত্রলীগ।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি