ঢাকা, রবিবার   ৩১ আগস্ট ২০২৫

জাপার বিবৃতি

কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসীরা আগুন দিয়েছে, পুড়ে গেছে বই, কাগজ ও আসবাবপত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৮, ৩০ আগস্ট ২০২৫ | আপডেট: ০০:০৬, ৩১ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসীরা আগুন দিয়েছে বলে দাবি করেছে দলটি। এতে কার্যালয়ের নিচতলায় লাইব্রেরির বই, গুরুত্বপূর্ণ কাগজ এবং আসবাবপত্র পুড়ে গেছে। গতকাল শুক্রবার (২৯ আগস্ট) কার্যালয়ে আগুন দিতে ব্যর্থ হয়ে আজ শনিবার সন্ধ্যায় তাঁরা সেটি করেছে বলেও দাবি দলটির।

শনিবার (৩০ আগস্ট) রাতে জাতীয় পার্টি চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারীর প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (শনিবার) সন্ধ্যায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে সন্ত্রাসীরা। এতে নিচতলায় লাইব্রেরির বই, গুরুত্বপূর্ণ কাগজ এবং আসবাবপত্র পুড়ে গেছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ, জলকামান এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে সন্ত্রাসীদের হটিয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।

গতকাল শুক্রবারও কয়েক দফা সন্ত্রাসী হামলা এবং মশাল মিছিল নিয়ে আগুন দিতে চেয়েছিল তারা। জাতীয় পার্টির নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধে গতকাল তারা আগুন দিতে পারেনি। আজ সন্ধ্যায় কর্মসূচি শেষ করে জাতীয় পার্টি নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করলে ২০ থকে ৩০ জনের একটি সন্ত্রাসী দল পুলিশের বাধা উপেক্ষা করে কাকরাইলের জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে আগ্নি সংযোগ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ময়মনসিংহ বিভাগীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিকেল সাড়ে ৪টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সন্ধ্যায় জাতীয় পার্টির কর্মসূচি শেষ হলে আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের শান্তি শৃংখলা রক্ষার জন্য কার্যালয় ত্যাগ করতে বলেন। এরপর জাতীয় পার্টি নেতাকর্মীরাও দলীয় কার্যালয় ত্যাগ করেন। সন্ধ্যায় একটি সন্ত্রাসী গোষ্ঠী মিছিল নিয়ে জাতীয় পার্টি কার্যালয় আগুন সন্ত্রাস চালায়।


এর আগে, বিকেল ৪টার পরে আরেকটি সন্ত্রাসী গ্রুপ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উত্তরার বাস ভবনে কয়েক দফা হামলার চেষ্টা করে। সেখানে সকাল থেকেই আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে ছিল। পুলিশ সন্ত্রাসীদের হটিয়ে দিয়েছে। জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় ও পার্টি চেয়ারম্যানের বাসভবনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি