ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে কিশোর খুন

প্রকাশিত : ০৮:৫৬, ১৯ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে রাসেল (১৫) নামে এক কিশোরকে খুন করেছে দুর্বৃত্তরা। কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার রাত ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এসআই শাহ আলম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা রাসেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়েরে করা হয়েছে বলে জানান এসআই।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি