ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

কোটা চালু রাখতে স্মারকলিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ১২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা চালু রাখার জন্য ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা জেলা প্রশাসকের কাছে এ স্মারকপিলি প্রদান করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা মহানগর ইউনিট কমান্ডার আমির হোসেন মোল্লা। এ সময় ১৫০ জনের মতো মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা উপস্থিত ছিলেন।    

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, আমরা মুক্তিযোদ্ধারা হতাশাগ্রস্ত। গত কয়েক মাস যাবত রাজাকার, আল বদর, আল-শামস, জামায়াত, শিবির ও বিএনপির সন্তানরা অহেতুক মুক্তিযোদ্ধা সন্তানদের কোটার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছে। এমনকি হাইকোর্টে কোটা বন্ধের জন্য মামলা দায়ের করেছে। 

এছাড়াও স্বৈরাচার বিএনপি, জামায়াত, শিবির, রাজাকার, আল বদর, আল-শামস, ফ্রিডম পার্টির প্রেতাত্মা  সন্তানরা কোনো প্রকার সভা-সমাবেশ করতে না পারে তাও উল্লেখ করে তারা।   

স্মারকলিপিতে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা যেন বহাল রাখা হয় তা উল্লেখ করেন। মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা পূর্বের ন্যায় চালু রাখার নির্দেশ প্রদান করে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে আনতে হবে। 

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি