ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

কোরবানীর পশু ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন বিক্রেতারা(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২৭ আগস্ট ২০১৮ | আপডেট: ১৬:০৫, ২৭ আগস্ট ২০১৮

এবার ঈদুল আজহায় সারাদেশ থেকে রাজধানীতে আনা কোরবানীর পশুর বিশ থেকে পঁচিশ শতাংশ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন বিক্রেতারা। চাহিদার তুলনায় সরবরাহ বেশি এবং ভারত থেকে গরু আসায় এমন হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে, ঋণ নিয়ে গরু পালন করে যারা লোকসানের মুখে পড়েছেন, তাদের ঋণ পরিশোধে বিশেষ ব্যবস্থা রেখেছে পিকেএসএফ।

চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায়, ঈদের আগের দিন রাজধানীতে হঠাৎ দাম কমে যায় কোরবানীর পশুর।

এক চতুর্থাংশ গরু ফিরিয়ে নিতে বাধ্য হন ব্যবসায়িরা।

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস আর ঈদুল আজহা কাছাকাছি সময়ে হওয়ায়, প্রায় পাঁচ লাখ গবাদি পশুর সংকটের আশংকা করেছিল পিকেএসএফ। কিন্তু ঘটনা ঘটেছে উল্টো। আর এমন হওয়ার কারনও জানালেন এই বিশেষজ্ঞ।

এ’ অবস্থায় প্রান্তিক পর্যায়ে গরুর খামারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই ব্যবস্থা নিচ্ছে পিকেএসএফ।

গবাদি পশুর অতিরিক্ত যোগানকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই বিশেষজ্ঞ।


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি