ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

খাবার সস্তা কিন্তু ধুলোবালুতে ভরপুর! (ভিডিও)

অখিল পোদ্দার

প্রকাশিত : ১১:৩৩, ২৫ নভেম্বর ২০২২ | আপডেট: ১৪:১০, ২৫ নভেম্বর ২০২২

খাবার সস্তা কিন্তু ধুলোবালুতে ভরপুর। ক্রেতাদের বড় অংশ শিক্ষার্থী। ভিন্ন শ্রেণি-পেশার মানুষও কিনছেন দেদারসে। দূষণ দমনে যাদের অভিযান পরিচালনার কথা সেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চুপচাপ-ঠুঁঠো জগন্নাথ।

ঢাকার রাস্তায় বেড়েছে ধুলোবালু। বায়ুদূষণে কমেছে অক্সিজেনের ঘনত্ব। সেই সঙ্গে বেড়েছে ফুসফুসের অসুখ। 

এর চেয়েও আশঙ্কাজনকভাবে বেড়েছে ফুটপাথের খাবারের দূষণ। রাস্তার পাশে কিংবা গলির মাথায় যেসব টং দোকান সস্তায় খাবার বিক্রি করে তাতে নেই রাখঢাকের বালাই। বেশিরভাগ দোকানের অবস্থানও নোংরা দুর্গন্ধময় স্থানে। 

একজন পথচারী বলেন, "ধুলাবালির জন্য বাচ্চাদের শ্বাসকষ্টের সমস্যা হয়, আমার বাচ্চা কয়দিন আগে সাতদিন হাসপাতালে ভর্তি ছিলো।"

আরেক পথচারী বলেন, "ময়লা আবর্জনা অহরঅহ সামনে পড়ছে।" 

ফুটপাথের খাবার বিক্রি রোধ করতে বহুবার নিয়ম করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কিন্তু বাস্তবে কার্যকর হয়নি কোনোটিই।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা বলেন, "স্ট্রিটফুডের ব্যবসায় মূলধন অনেকটাই কম থাকে, এদিকে আইনী জরিমানার পরিমাণ অনেক বেশি। সে কারণে আইনের প্রয়োগের চেয়ে সচেতন করার কাজটায় বেশি গুরুত্ব দিচ্ছি।" 

ভূক্তভোগীরা বলছেন, নিরুপায় হয়েই তারা ফুটপাথের খাবার কেনেন। কিন্তু ধুলোবালি বন্ধে সিটি করপোরেশনের যে ভূমিকা নেয়ার কথা ছিল সেই সেবা থেকেও বঞ্চিত রাজধানীর মানুষ। 

এসবি/ 
  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি