ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের পথ সুগম করবে: মির্জা ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ৬ মে ২০২৫

Ekushey Television Ltd.

লন্ডনে দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার প্রত্যাবর্তনের এই দিনটিকে আনন্দের উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র উত্তরণের পথকে আরও সহজ করবে। 

মঙ্গলবার (৬ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

 বিএনপি মহাসচিব বলেন, ‘চার মাস চিকিৎসা শেষে আজ দেশে ফিরে আসছেন বেগম জিয়া। এটি আমাদের জন্য, দেশ ও জাতির জন্য আনন্দের দিন। কারণ তার দেশে ফিরে আসা আমাদের গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে। পুরো দেশকে বৈষম্যহীন পরিস্থিতির দিকে ধাবিত করবে।’

লন্ডনে উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে ৪ মাস কাটিয়ে আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে আছেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ ৯ জন।

সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরইমধ্যে খালেজা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি