ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

খালেদা জিয়া কারাগারে থাকায় ঈদ আজ বিষাদময়: ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ১৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় দেশপ্রেমী মানুষদের কাছে আজকের ঈদুল ফিতর বিষাদময় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।   

এসময় তিনি কারাগারে খালেদা জিয়ার সুচিকিৎসায় সরকারের অবহেলাকে দায়ী করেন। অবিলম্বে তার মুক্তি ও বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসার দাবি জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির কাছে এখন মূল চ্যালেঞ্জ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমরা দেশনেত্রীকে মুক্ত করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, জয়নুল আবদিন ফারুক প্রমুখ।  

এমএইচ/এসি   

   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি