ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার : আমানউল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ১২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি জাতির কলঙ্ক নন, তিনি জাতির অলঙ্কার। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে তারেক জিয়া সাইফার ফোর্স নামক সংগঠন আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, খালেদা জিয়া সম্পর্কে গতকাল সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একজন নারী মানে একজন মা। সেই নারী হয়ে এতিমের টাকা মেরে খাওয়া— এটা চিন্তাই করা যায় না। এটা সমস্ত নারীর জন্য কলঙ্ক।

খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, তাকে নির্জন কারাগারে রেখে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে।

খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া এদেশে আর কোনো নির্বাচন হবে না মন্তব্য করে তিনি বলেন, তাই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।’

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি