ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

‘খালেদা জিয়ার জামিন বিষয়ে সরকারের কিছুই করার নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ২ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৪:৫৮, ২ অক্টোবর ২০১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়টি আদালতের বিষয় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বেগম জিয়ার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। তিনি যদি জামিন চান এবং চিকিৎকরা যদি মনে করেন তার বিদেশে গিয়ে চিকিৎসা করা দরকার। সেটা বলতে পারেন। চিকিৎসকদের পরামর্শ থাকলে জানাতে পারেন।’

তিনি আজ বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন।

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (হারুন) আমার সঙ্গে দেখা করেও এ কথা বলেছেন। বলেছেন- বেগম জিয়াকে ঘিরে তাদের অভিপ্রায়ের কথা। জামিন পেলে তিনি বিদেশ যাবেন। আমাদের মুখ দিয়ে এটা বলিনি। তারাই যখন বলছেন, তাই আমি নিঃসংকোচে বলতে পারি- তিনি আমাকেও বলেছেন বিষয়টি প্রধানমন্ত্রীকে বলার জন্য। সেটা আমি জানিয়েছি।’

কাদের বলেন, ‘তিনি (বেগম জিয়া) জামিন পাবেন কি না, সেটা আদালতের বিষয়। সরকার আদালতকে কীভাবে বলবে যে জামিন দিয়ে দেন। এটা কী বলা উচিত? বিচারব্যবস্থার প্রতি এটা অসম্মান নয় কি? তাহলে তো সরকারের হস্তক্ষেপই হয়ে গেল।’

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এবার সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের নির্বাহী কমিটির নেতৃত্বে আসবে উজ্জ্বল ভাবমূর্তির নেতারা।’

মন্ত্রী আরও জানান, আগে মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলা কমিটির সম্মেলন হবে।

প্রসঙ্গে, জামিনে মুক্তি পেলেই বিএনপি চেয়ারপারসন দেশের বাইরে চিকিৎসা নিতে যাবেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ।

তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) চিকিৎসার সুযোগ পেলে তো অবশ্যই বিদেশ যাবেন। আজ জামিন পেলে কালই বিদেশ যাবেন। জামিন পেলে তার প্রথম অগ্রাধিকারই হবে চিকিৎসা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুনুর রশিদ এ কথা বলেন।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি