ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

খালেদাকে হাসপাতালে ভর্তির দাবি ফখরুলের

প্রকাশিত : ১৪:৩৭, ২৭ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাকে দ্রুত তার পছন্দের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় তার কিছু হলে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষকে এর দায়ভার নিতে হবে।’

আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কারাগারে খালেদা জিয়া সীমাহীন কষ্ট ভোগ করছেন। তার চিকিৎসার বিষয়ে কারা কর্তৃপক্ষ উদাসীন। সুপরিকল্পিতভাবে তাকে হত্যার দিকে ঠেলে দেয়া হচ্ছে। গত তিন মাস ধরে তার কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি।’

ফখরুল আরও বলেন, ‘২৬ মার্চ তার (খালেদা জিয়া) পরিবারের সদস্যরা কারাগারে দেখা করতে গিয়েছিলেন। তারা এসে বলেছেন, তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন। আমিও কোর্টের মধ্যে দেখেছি, তিনি মাথা সোজা করতে পারছেন না। পা বাকা করতে পারছেন না। তাকে জোর করে হুইল চেয়ারে বসিয়ে কোর্টে নিয়ে আসা হয়।’

তিনি বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী, দুইবার বিরোধীদলীয় নেতা-এমন একজন নেত্রীকে কোনো রকমের চিকিৎসা দেয়া হচ্ছে না। আমরা বারবার বলেছি, তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করার ষড়যন্ত্র হচ্ছে। এর দায় দায়িত্ব কারা কর্তৃপক্ষ ও সরকারের।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এ জে ড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডা. সিরাজউদ্দীন আহমেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহূল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি