খালেদার চিকিৎসা নিয়ে ছলচাতুরির জবাব একদিন দিতে হবে: মওদুদ
প্রকাশিত : ১৪:৩২, ১৮ সেপ্টেম্বর ২০১৮

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ছলচাতুরি করা হচ্ছে এমন অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এর জবাব একদিন দিতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত ‘ভোটাধিকার- ন্যায় বিচার ও মানবাধিকার: বর্তমান বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
খালেদা জিয়ার চিকিৎসা জন্য গঠিত মেডিক্যাল বোর্ড প্রসঙ্গে মওদুদ বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। যারা তাকে দেখে এসেছেন তাদের বর্ণনা শুনলে চোখে পানি এসে যায়। আমরা তাঁর চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করলেও কথা অনুযায়ী কাজ করেননি। যাদেরকে নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে তারা সক্রিয়ভাবে আওয়ামী লীগ করেন।
সাবেক এ আইনমন্ত্রী বলেন, কারা কর্তৃপক্ষ বলছে খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ নয়। আবার মেডিকেল বোর্ড বলছে, খালেদাকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হবে। তাঁদের বক্তব্য সাংঘর্ষিক। তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে ছলছাতুরি করা হচ্ছে তার জবাব একদিন দিতে হবে। অবিলম্বে তার চিকিৎসার জন্য নতুন বোর্ড গঠন করার দাবি জানাই।
আগামী এক মাসে দেশের অনেক কিছু পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মহাসচিব আ স ম মোস্তফা কামালের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান আহমেদ আযম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমিন, নিপুণ রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
/ এআর /
আরও পড়ুন