ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

খালেদার চিকিৎসা নিয়ে বোর্ডের সিদ্ধান্ত আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ১৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন নবগঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। শনিবার মেডিক্যাল বোর্ড পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডে অবস্থিত পুরনো কারাগারের দোতলার কারাকক্ষে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছে। বিকাল ৩টা ৪৪ মিনিটে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড কারাগারে প্রবেশ করে। তারা ৫৫ মিনিট কারাগারের ভেতরে অবস্থান করে বিকাল ৪টা ৫০ মিনিটে কারাগার ত্যাগ করেন। তারা কারাগার থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

তবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানিয়েছেন, আজ রবিবার খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে মেডিক্যাল বোর্ড কারা অধিদপ্তরকে তাদের সিদ্ধান্তের কথা জানাবে।

খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো অবনতি হয়েছে কি না এবং চিকিৎসার জন্য তাকে অন্যত্র নেয়ার প্রয়োজন আছে কি না-  সাংবাদিকদের এমন  প্রশ্নের জবাবে কারা চিকিৎসক (সহকারী সার্জন)  ডা. মাহমুদুল হাসান বলেন, এই বিষয়ে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত।  আনুষ্ঠানিকভাবে আজ বোর্ড তাদের সিদ্ধান্ত জানাবে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি