ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

খালেদার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন আজ

প্রকাশিত : ১০:০৪, ৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি। জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুর সাড়ে ১২টা থেকে এক ঘণ্টার এ কর্মসূচিতে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গত সোমবার এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় দণ্ডিত খালেদা জিয়া এক বছরের বেশি সময় পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। মাঝে কিছুদিন বিএসএমএমইউ হাসপাতালে ছিলেন তিনি। তার মুক্তির দাবিতে বিগত দিনে দলটির নেতাকর্মীরা মানববন্ধন, কালো পতাকা প্রদর্শন, স্মারকলিপি প্রদান, অনশন, গণস্বাক্ষর ও বিক্ষোভ কর্মসূচির মতো শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করে আসছে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি