ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

খালেদার মুক্তির দাবিতে সময়মতো জোরালো কর্মসূচি : ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ২৮ আগস্ট ২০১৮

দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি সময়মতো জোরালো কর্মসূচি দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে ১ সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি গ্রহণ উপলক্ষে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমন্ডলী এবং অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথ সভা করেন বিএনপি মহাসচিব।

পরে সংবাদ সম্মেলনে সমকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান জানান মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে বিএনপি শক্ত কোনো কর্মসূচি কেন দিচ্ছে না এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা ভুল কথা আপনাদের। আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো কর্মসূচি থাকে। আবারও কর্মসূচি আসছে। জোরালো কর্মসূচি আসছে। সময়মত সঠিকভাবে, সময়মতো জোরালোভাবেই ঠিক সময়ে দেখতে পাবেন কেমন কর্মসূচি আসছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৫ বছরের দণ্ডিত হয়ে কারাগারে। একই মামলায় দলটির দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের ১০ বছর দণ্ড হয়েছে।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি