ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খিলগাঁওয়ে বন্ধুকযুদ্ধে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ২৪ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:২৪, ২৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের ‍সঙ্গে বন্দুকযুদ্ধে বিল্লাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় বিল্লালকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানা উপপরিদর্শক (এসআই) নাগেন্দ্র কুমার দাস দাবি করেন, শেখের জায়গা এলাকায় পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়। গোলাগুলি এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

একে/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি