ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

খুলনায় শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে কর্মযজ্ঞ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ১৭ আগস্ট ২০২০ | আপডেট: ১৫:২৪, ১৭ আগস্ট ২০২০

খুলনায় শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। এরই মধ্যে সুন্দরবন সংলগ্ন দুটি গ্রামে শতভাগ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এখন শুধু শহরই নয়, আলোকিত হয়েছে গ্রাম। গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কমেছে বিদ্যুতের সিস্টেম লস।

সুন্দরবনের কোলঘেষাঁ কয়রা খুলনার সবচেয়ে দক্ষিণের অনগ্রসর উপজেলা। সিডর, আইলা, বুলবুল, আম্ফান এর মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই টিকে থাকে এখানকার অধিবাসীরা। এক সময় ৭ ইউনিয়ন এর ১৩১ গ্রাসবাসীর অধিকাংশকে নির্ভর করতে হতো কেরোসিনের বাতির উপর। এখন বিদ্যুত আসায় ৬৫ বছরের বৃদ্ধার চোখে উচ্ছাসের ছোঁয়া। সুন্দরবনের উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল কাঠ, মাছ, মধু আহরণকারীরা এখন বিদ্যুতের উপর নির্ভরশীল জীবিকার কথা ভাবছে। বিদ্যুতের ছোঁয়ায় চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি।

উক্ত এলাকাবাসী জানায় তাদের এলাকায় প্রথব বারের মতো বিদ্যুৎ আসায় তারা অনেক আনন্দিত এবং কর্মক্ষেতে বিদ্যুৎ অনেক ভুমিকা রাখবে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, ‘খুলনায় ৩টি উপজেলা বাদে বাকীগুলোতে শতভাগ বিদ্যুৎ ব্যবস্থা করা হয়েছে। নির্দিস্ট সময়ের মধ্যে বাকি কাজ শেষ হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০২০ সালের মধ্যে সমগ্র দেশকে বিদ্যুৎ নেটওয়ার্কে আনার অংশ হিসেবে কয়রা উপজেলার দুইটি গ্রামে শতভাগ বিদ্যুৎ সুবিধা পৌঁছে গেছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, ‘এই অঞ্চলের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে। এই অঞ্চলের আদিবাসী যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত তারাও এখন বিদ্যুতের আলোয় লোখাপড়া করবে উন্নত জীবন যাপন করবে, শতভাগ বিদ্যুৎ প্রাপ্তির লক্ষ্যমাত্রা অর্জনে দেশ এগিয়ে যাবে এমন প্রত্যাশা সকলের।’

এসইউএ/এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি