ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

গণঅভ্যুত্থানের আসল বিপ্লবী কারা, জানালেন হাসনাত আব্দুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ১৩ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

কয়েক দিন ধরে ব্যাপক সমালোচনা ও বিতর্ক দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকারে নতুন দুই উপদেষ্টার নিয়োগ নিয়ে। বিষয়টি নিয়ে বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ তিনি এক ফেসবুক স্ট্যাটাসে ‘সবাই বিপ্লবী নয়’ বলে মন্তব্য করেছেন।

বুধবার (১৩ নভেম্বর) ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ একথা লিখেন। 

তিনি আরো লিখেছেন, ‘বিপ্লব ব্যর্থ হলে যাঁদের গলায় ফাঁসির দড়ি পড়বে, তাঁরাই বিপ্লবী।’ 
 
এর আগে আরেক স্ট্যাটাসে আন্দোলন চলাকালে উপদেষ্টা নাহিদের নির্যাতনের ছবি শেয়ার করে হাসনাত লিখেছেন, ‘গত ১৬ বছর বাংলাদেশের চিত্র এমন ছিল। যারা হাসিনাকে পুনর্বাসনে সহায়তা করছে তারা দেশকে রক্তপাত, জোরপূর্বক গুম, হত্যার সেই পুরনো অবস্থায় ফিরিয়ে নিতে চায়। হাসিনা শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই বিধ্বংসী পরিণতি ঘটবে। ফ্যাসিস্ট বিরোধী বাংলাদেশই নাহিদ। আমরাই নাহিদ।’

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি