ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

গাছ কেটে ফেলায় মারা গেল শতাধিক শামুকখোল ছানা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৫, ৫ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৫:১৫, ৫ সেপ্টেম্বর ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল চত্বরের একটি অর্জুন গাছ কেটে ফেলায় শতাধিক শামুকখোল পাখির ছানা মারা গেছে। শনিবার দুপুরের পর গাছটি কাটা হয়। গাছটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বেশির ভাগ ছানা মারা যায়। যেগুলো বেঁচে ছিল সেগুলো জবাই করে নিয়ে যায় শ্রমিক ও রোগীর স্বজনেরা।

এই হাসপাতালের গাছগুলোতে বরাবরই প্রজনন মৌসুমে শামুকখোল পাখিরা এসে বাসা বেঁধে বাচ্চা ফোটায়। চত্বরের যে গাছগুলোর আশপাশে মানুষের আনাগোনা বেশি, সেগুলোতেই পাখিরা বেশি বাসা বাঁধে।

আমজাদ হোসেন নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, হাসপাতালের সামনে নালা নির্মাণের কাজ চলছে। সেখানেই কাটা হয়েছে একটি অর্জুন গাছ। শনিবার বিকেলে সেখানে ২০ থেকে ৩০টি মৃত পাখির বাচ্চা পড়ে থাকতে দেখেছেন তিনি। এ ছাড়া কয়েকজন শ্রমিককে অন্তত ৩০টি পাখির বাচ্চা বস্তায় ভরে নিয়ে যেতেও দেখেন তিনি। আর রোগীর স্বজনেরাও কিছু বাচ্চা কুঁড়িয়ে নিয়ে গেছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, এই ঘটনা কেন হলো, সেটা খতিয়ে দেখা হবে। আর এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি