ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ফখরুলকে কাদের

গাজীপুর-খুলনায় শিক্ষা হয়নি, আর কত শিক্ষা চান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ১১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সরকারের জনপ্রিয়তা তলানিতে-বিএনপি মহাসচিবের এমন সমালোচনার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন। সরকার জনবিচ্ছিন্ন কি জনসমর্থনপুষ্ট তার প্রমাণ সাম্প্রতিক খুলনা সিটি ও গাজীপুর সিটি নির্বাচন। আরও যদি প্রমাণ চান, আগামী জাতীয় নির্বাচনে আসুন, জনপ্রিয়তা যাচাই হবে। গাজীপুরে শিক্ষা হয়নি, খুলনায় শিক্ষা হয়নি, আর কত শিক্ষা চান!’

আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানের সিক্স সিজন হোটেলে নারী নেতৃত্বের ওপর এক কর্মশালায় এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কথার সঙ্গে কাজের মিল নেই। অক্টোবরে নির্বাচনের শিডিউল ঘোষণা হবে,তখন দেখা যাবে এ কথার মানে কী? খালেদা জিয়া ছাড়া নির্বাচনে তারা যাবেন কি, যাবেন না; সেটা প্রমাণ হবে।’

‘তাদের নেত্রী (খালেদা জিয়া) কখন ছাড়া পাবেন সেটা জানেন আদালত’বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

‘তাকে দণ্ড দিয়েছেন আদালত, মুক্তিও দিতে পারেন আদালত। তাদের (বিএনপি) কথায় মনে হয় আওয়ামী লীগই যেন তাকে আটকে রেখেছেন। এটা কিন্তু বাস্তবতা নয়। আইনি লড়াইয়ের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে। আইনি লড়াইয়ের কোনো বিকল্প নেই।’

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি