ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

গাজীপুরে সল্প পরিসরে মাণিক্য মাধবের রথযাত্রা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৪, ১২ জুলাই ২০২১

গাজীপুরে ভাওয়াল রাজাদের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন মাণিক্য মাধবের রথযাত্রা করোনার কারণে সল্প পরিসরে অনুষ্ঠিত হয়েছে। 

আজ (১২ জুলাই) সকালে জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি থেকে রথটানের মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়। 

রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। রথ সংশ্লিষ্ট ও পূণ্যার্থী নিয়ে ভক্তি সহযোগে রথ টানের মধ্যে দিয়ে রথ যাত্রা উদ্ভোধন করেন তিনি। 

এর আগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়। সল্প পরিসরে রথ টানের মধ্য দিয়ে মাণিক্য মাধব নিজ গৃহ থেকে শ্বশুড় বাড়ি যাবেন।

দেড়শ’ বছর পূর্বে গাজীপুরের ভাওয়াল রাজারা এই মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার প্রচলন করেন।

এএইচ/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি