ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

গুরুতর অসুস্থ নানক, সিসিইউতে ভর্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ৬ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৪:৪২, ৬ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকালে বুকে ব্যাথা অনুভব হলে নানককে চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়। অবস্থা দেখে ডাক্তার তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালের পুরনো ভবনের ৩য় তলায় করোনারি কেয়ার ইউনিট-১ (সিসিইউ) ভর্তি আছেন এই রাজনীতিবিদ।

হাসপাতাল সূত্রে জানা যায়, ডা. মাহফুজুর রহমান ও লুৎফর রহমানের তত্বাবধানে আগামী তিনদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।

পরিবারের সদস্যরা বলেছেন,  এর আগে জাহাঙ্গীর কবির নানকের হার্টে রিং পড়ানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি