ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

গুলিস্তানের ভবনটির নথি এখনো খুঁজে পাওয়া যায়নি

সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ৯ মার্চ ২০২৩

গুলিস্তানের সিদ্দিক বাজারের বিধ্বস্ত কুইন টাওয়ারের বেজমেন্ট থেকে আরো একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মৃতের সংখা ২২ জন। এদিকে রাজউক জানিয়েছে, ভবনের নকশা পাওয়া যায়নি। 

রাজধানীর গুলিস্তানে বিধ্বস্ত ভবনে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয় বৃহস্পতিবার। নিখোঁজ আরো একজনের স্বজনদের দেয়া তথ্যে উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে আরো একটি মরদেহ উদ্ধার করেন। দুপুরের দিকে বের করে আনা হয় নিথর দেহটি। 

তিনদিন পরে হলেও প্রিয়জনের মরদেহ ফিরে পাওয়ায় উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান স্বজনরা।

আর কোন মরদেহ থাকার সম্ভবনা কম বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজও শিগগিরই সমাপ্ত ঘোষণা করার পরিকল্পনা তাদের।  

এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজউক কর্মকর্তারা। তারা জানান, এখনো ভবনটির নথি খুঁজে পাওয়া যায়নি। ভবনটি বৈধ কি-না তা নথি পাওয়ার পরই বলা যাবে বলে জানান তারা।

এদিকে বিস্ফোরণের কারণ এখনো অজানা। আরো আলামত সংগ্রহ করে তদন্ত শেষে বিস্ফোরণের কারণ জানা যাবে বলে জানিয়েছে র‌্যাব। 

বিস্ফোরণের পর বংশাল থানায় একটি মামলা হয়েছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি