ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে শিক্ষাবৃত্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ৩ মে ২০২৪ | আপডেট: ১৯:৫৩, ৩ মে ২০২৪

চট্টগ্রাম সমিতি-ঢাকা কর্তৃক ৩ মে শুক্রবার বিকেল ৩টায় ৩২ তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি মিলনায়তনে শিক্ষাবৃত্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

মঞ্চে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সচিব আবদুল করিম, হাসপাতাল কমিটির চেয়ারম্যান ও সাবেক সচিব মোঃ দিদারুল আনোয়ার, সমিতির সহ-সভাপতি অনুষ্ঠানের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী এবং সমিতির সাধারণ সম্পাদক ও রাজউক এর প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক।

চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির শিক্ষা ও পাঠাগার সম্পাদক রাহুল বড়ুয়া। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সরকারের সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন চট্টগ্রাম সমিতির অনেক কার্যক্রমের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান একটি উল্লেখ্য কর্মকান্ড বলে আমি মনে করি। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করা উচিত এবং তাদের শিক্ষাজীবন এগিয়ে নেয়ার জন্য আর্থিক সহযোগিতার মাধ্যমে সমিতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। 

অনুষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ২১ জন ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান ও সমিতির জীবনসদস্যদের ছেলে-মেয়েদের মধ্যে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সর্বমোট ৫০ জনকে সংবর্ধনা দেয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের প্রথম বছরের বৃত্তির চেক হস্তান্তর করা হয় ও সংবর্ধিতদের ক্রেস্ট ও প্রাইজ বন্ড দেয়া হয়।

উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের প্রিন্সিপাল ড. মোহাম্মদ রেজাউল কবির, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মেসবাহ উদ্দীন জঙ্গী, ট্রাস্ট সেক্রেটারি সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, সদস্য ড. মোহাম্মদ জকরিয়া, মোহাম্মদ আব্দুল হালিম, নির্বাহী পরিষদের সহসভাপতি নাছির উদ্দিন, মোহাম্মদ নাছির (নাছের), সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুল মাবুদ ও মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো, অর্থ সম্পাদক সৈয়দ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), সাহিত্য ও সেমিনার সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোকছেদ আলম মনজু, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলী চৌধুরী,  নির্বাহী সদস্য শফিকুর রহমান, এডভোকেট আনিচ উল মাওয়া (আরজু), মোহাম্মদ লোকমান খারুকী, মোঃ ফরিদুল আলম, মোঃ কামাল হোসেন তালুকদার, শরন কুমার বড়–য়া, মোঃ ফাহিম চৌধুরী, তানিম মোঃ মাশরুর আলম, জীবনসদস্যসহ শিক্ষার্থীদের অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে সুস্বাদু খাবার বিতরণ করা হয়।

কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি