ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

চট্টগ্রামে রোটারি ক্লাবে তিন সভাপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ২ জুলাই ২০২১

পহেলা জুলাই নতুন বছরের যাত্রা শুরু করেছে রোটারি ইন্টারন্যাশনাল। নতুন বছরের নতুন কমিটিতে চট্টগ্রামে তিনটি রোটারি ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন শিল্পাঞ্চল সীতাকুণ্ডেরই তিন আলোকিত সন্তান। 

তাঁরা হলেন- রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকার সভাপতি, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সাবেক সভাপতি, শিল্পপতি রোটারিয়ান এম ই আজিজ চৌধুরী লিটন, রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের সভাপতি, সাপ্তাহিক চাটগাঁর বাণী ও চাটগাঁরবাণীডটকম এর প্রধান-সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ ও রোটারি ক্লাব অব চিটাগং অ্যারিসটোক্রেট এর সভাপতি, চট্টগ্রাম ইম্পারিয়াল হাসপাতাল লিমিটেডের চীফ ফিন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সচিব রোটারিয়ান এম মনোয়ারুল হক এফসিএমএ।

আন্তর্জাতিক এ সমাজসেবী সংগঠনে বিশ্বজুড়ে ১৫৯টি দেশে ৩৫ হাজারেরও বেশি রোটারি ক্লাব রয়েছে। ১.২ মিলিয়ন রোটারিয়ান মানবতার সেবায় নিয়োজিত। সারা বিশ্বকে পোলিওমুক্ত করার জন্যে সংগঠনটি নোবেল পুরস্কার প্রাপ্তির দ্বারপ্রান্তে। 

প্রতিবছর রোটারি ক্লাবগুলোর নেতৃত্ব পরিবর্তন হয়। রোটারির সকল পর্যায়ের কমিটির মেয়াদ ১ বছর (১জুলাই – ৩০জুন)। একই নিয়মে বাংলাদেশের রোটারি ক্লাবগুলোরও নতুন নেতৃত্বের পথচলা শুরু হয়েছে ১ জুলাই। 

উল্লেখ্য, ২০১৯-২০ রোটাবর্ষেও সীতাকুণ্ডের দুই কৃতীসন্তান রোটারি ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। তারা হলেন- রোটারি ক্লাব অব চিটাগং এর সভাপতি টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি রোটিারিয়ান মোহাম্মদ মুসলিম ও রোটারি ক্লাব অব চিটাগং সিটির সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন মাহমুদ। রোটারিয়ান মোহাম্মদ মুসলিম ২০২০-২১ রোটাবর্ষে অ্যাসিস্টেন্ট গভর্নরের দায়িত্বও পালন করেন। 

সীতাকুণ্ডকে রোটারির উর্বর স্থান বলা যায়। এ এলাকার আরেক দুই কতীসন্তান রোটারি গভর্নর ছিলেন। তাঁরা হলেন, অবিভক্ত রোটারি জেলা ৩২৮২ গভর্নর (১৯৯২-৯৩) সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পীকার মরহুম ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকী (মুরাদপুর) ও গভর্নর (২০১৩-১৪) মরহুম কমোডর এম এম রহমান (উত্তর-বগাচতর, সৈয়দপুর)। এল কে সিদ্দিকীর বড়ছেলে ব্যারিস্টার আফ্ফান আহমেদ সিদ্দিকীও রোটারি ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গার সভাপতি ছিলেন। সীতাকুণ্ডের আরেক কৃতীসন্তান রিজী গ্রুপের পরিচালক রোটারিয়ান মীর্জা মোহাম্মদ জামশেদ আলী পিএইচএফ রোটারি ক্লাব অব চিটাগং অ্যালায়েন্স এর প্রতিষ্ঠাতা সভাপতি ও রোটারি জেলার অ্যাসিস্টেন্ট গভর্নর ছিলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি