ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকা থেকে ৫ জঙ্গিকে আটক

প্রকাশিত : ১৯:০১, ৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০২, ৮ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে উগ্র জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী-হুজির ঢাকা অঞ্চলের কমান্ডারসহ ৫ জঙ্গিকে আটক করেছে র‌্যাব। এসময় উদ্ধার করা হয় অস্ত্র, গুলি, গ্রেনেডসহ বিপুল পরিমান বিস্ফোরক। র‌্যাব জানিয়েছে, হুজি সদস্যদের নতুন করে সংগঠিত হওয়ার খবরে তারা এই অভিযান চালায়। নগরীর আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলীর মুকিম তালুকদার পাড়ার এই বাড়িটি চলতি মাসের এক তারিখ থেকে মাসিক ৮ হাজার টাকায় ভাড়া নেয় হুজির সদস্যরা। বাড়িটির মালিক সিটি কর্পোরেশনের নৈশ প্রহরী হাজী মনসুর আহমেদ। পরিবারের সদস্যদের পরে আনার কথা বলে তারা এ বাড়ীটি ভাড়া নিয়েছিল। এরআগে জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী-হুজি নতুন করে আবার সংগঠিত হচ্ছে এই তথ্যের ভিত্তিত্বে বৃহস্পতিবার ভোরে র‌্যাব অভিযান চালায় নগরীর একেখান এলাকায়। আটক করা হয় দুজনকে।   তাদের স্বীকারোক্তি অনুযায়ী উত্তর কাট্টলীতে অভিযান চালায় র‌্যাব। টানা ৫ঘন্টা অভিযান চালিয়ে সেখান থেকে আটক করা হয় নুরে আলম, হাফেজ আবু জার গিফারি ও ইফতিশাম আহমেদ নামে তিন হুজির সদস্যকে। উদ্ধার করা হয় দু’টি পিস্তল, ১৬৭ রাউন্ড গুলি, ৭টি ম্যাগজিন, গ্রেনেড, গ্রেনেড তৈরীর সরঞ্জামসহ জেহাদী বই। র‌্যাব জানিয়েছে, দেশব্যাপী বড় ধরনের নাশকাতা চালাতে হুজি নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এদিকে র‌্যাবের অভিযানের পর থেকে বাড়ির মালিক মনসুর আহমেদ পলাতক । অভিযানের সময় জঙ্গীরা তাদের মোবাইল ও ল্যাপটপ পুুড়িয়ে ফেলেছে বলে জানায় র‌্যাব। ্হনংঢ়;
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি