ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

চতুর্থ ধাপের প্রার্থী চূড়ান্ত আ.লীগের

প্রকাশিত : ০৮:১২, ২ মার্চ ২০১৯ | আপডেট: ০৮:৩৮, ২ মার্চ ২০১৯

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা হয়। তালিকাটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা বিকাল সাড়ে ৪টায় শুরু হয়ে চলে রাত সোয়া ১০টা পর্যন্ত। দলটির সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

সভার বিরতির একপর্যায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের মনোনয়নে ডিএনসিসি উপনির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তৈরি পোশাকশিল্প ব্যবসায়ী আতিকুল ইসলাম। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে পড়া ৯ লাখ ভোটের মধ্যে ৮ লাখই পেয়েছেন তিনি।

ডিএনসিসির ২০১৫ সালের ২৮ এপ্রিলের নির্বাচন আনুষ্ঠানিকভাবে ‘নির্দলীয়’ বলা হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছিল। তৎকালে ভোটগ্রহণের দিন দুপুরে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন বিএনপির সমর্থনপুষ্ট মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

টিআর/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি